পড়া হয়েছে: ৩১
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের হালিশহর বড়পোল এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় হলি নার্সিং কলেজকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হালিশহর ও আগ্রাবাদ এলাকার ৭ প্রতিষ্ঠানের বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়। এতে মোট আদায় হয় ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানের পণ্যসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ