নামজারি কেলেঙ্কারি: সহকারি কমিশনারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় জাল দলিলে একজনের জমি অন্যের নামে নামজারি করে আত্মসাতের অভিযোগে সহকারী কর্মকর্তা (ভূমি), কানুনগো, ভূমি কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালত শুনানি শেষে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী রাঙ্গুনিয়ার লালানগর গ্রামের ছদর আলী তালুকদার বাড়ির মৃত মুখলেছুর রহমানের মেয়ে সুরুজ জামান বেগম।

অভিযুক্তরা হলেন- রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম মজুমদার, কানুনগো দীনেশ কান্তি চাকমা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী, দলিল লেখক কাজী আতাউর রহমান, স্থানীয় বাসিন্দা আবুল কালাম, ফজলুল কাদের, রেজাউল করিমসহ ১৩ জন।

এজাহারে বলা হয়েছে, গত ৩ নভেম্বর বাদীর নিজ তপশীলভুক্ত জায়গার জালিয়াতি করে দলিল ও খতিয়ান তৈরি করে এবং জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করেন সেখানে বেআইনিভাবে লাকড়ি ঘর ও টয়লেট ভাঙচুর করে ৩০ হাজার টাকা ক্ষতিসাধন করেন। তখন তারা নামজারী খতিয়ানের একটি ফটোকপি দেখিয়ে বলেন এগুলো তাদের জায়গা।

পরে বাদী ভূমি ও রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সহিমূহুরী নকলের কপি সংগ্রহ করে দেখতে পান নামজারী ও জমাভাগ মামলা নম্বর ২৯১৩/১৫ এর ৪৩০৭ নম্বর দলিলের ফটোকপির সঙ্গে বাদীর রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করা ৪৩০৭ দলিলের সার্টিফাইড কপির মিল নাই। আসামিরা বিএস রেকর্ডের ১২৬৯ শব্দগুলোক জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে ১৯৬৯ লিখেছে। তারা জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করে নামজারি করেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top