নাফনদীতে জেলের জালে ধরা ১৯৪ কেজি ওজনের ভোল মাছ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফনদীতে জেলের জালে ধরা পড়লো ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা জেলে কালা মিয়ার জালে মাছটি ধরা পড়ে। ২ লাখ ৬০ হাজার টাকায় বাজারে মাছটি বিক্রি হয়েছে।

শাহপরীর দ্বীপ নৌ-ঘাটের সভাপতি মো. হাসান বলেন, মাছটি যখন ৭-৮ জন লোক গাছের সঙ্গে রশি পেচিয়ে কাঁধে করে নদী থেকে মাছটা তুলে আনছেন তখন বিশাল আকারের মাছটা এক নজর দেখতে স্থানীয় জনতার ভিড় জমায়। নদী থেকে তুলে মাছটি টমটম অটোরিকশায় টেকনাফ বাজারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ২ লাখ ৬০ হাজার টাকায় ভোল মাছটা বিক্রি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদীর শাহপরীর দ্বীপ অংশে বড় একটি ভোল মাছ জেলের জালে ধরা পড়ার পরে তারা খুব উল্লাসিত, নাফনদী বন্ধের পরে জেলেরা এখন নাফনদীতে মাছ ধরার সুযোগ পেয়ে ভালো ভালো মাছ পাচ্ছেন। আমি আশাবাদী জেলেরা আরও সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top