রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ার একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মরিয়মনগর ইউনিয়নে বেয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ বেতাগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাউখালী গ্রামের মাওলানা বাড়ির নজরুল ইসলামের ছেলে। সে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
সেখানেই এই দুর্ঘটনা শিকার হয় সে। পূর্ব বেতাগী ওয়ায়েজ উদ্দিন শাহ (রহ:) কেজি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল মিনহাজ।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নির্মাণাধীন বাড়ির পাশ ঘেঁষে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। ছেলেটি বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন