পড়া হয়েছে: ১০৯
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় নাজিরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ছদর উল্লাহ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মোহাম্মদ আরজুন।
ভূজপুর থানার সেকেন্ড অফিসার ফরিদ আহম্মদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর পেয়ে ভূজপুর থানাধীন চুরখারহাট বাজারে জনতা কর্তৃক ধৃত ছদর উল্লাহ পারভেজকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চিকিৎসা শেষে তাকে উত্তর ফটিকছড়ির হেঁয়াকোতে বিএনপি নেতা সরোয়ার আলমগীরের গাড়ি বহর হামলার ঘটনার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ