নাজিরহাটে এবিসি এলাকার প্রধান সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী (প্রকাশ এবিসি) বারৈয়ারহাট সড়কের এবিসি এলাকার কিছু অংশ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নালার ময়লা পানি উপচে পড়ে সড়কে। ফলে এ সমস্যায় সড়কপথে চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

এই সড়কটি দিয়ে প্রতিদিন দৌলতপুর এবিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় এবং এবিসি মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল হয়। অথচ সড়কের এই করুণ অবস্থার কারণে চলাচলকারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে ছোট শিক্ষার্থীরা হোঁচট খেয়ে নালায় পড়ে আহত হওয়ার মতো ঘটনাও ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিষয়টি একাধিকবার নাজিরহাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়াকে জানানো হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

অন্যদিকে, অস্থায়ীভাবে কিছু অংশ এলাকাবাসীর অর্থায়নে গাছ ও কাঠ দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে। তবুও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, নালাটি কিছু নির্দিষ্ট ঘরের জন্য আশীর্বাদ হলেও, পুরো এলাকার মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে নালা ভরাটসহ রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top