বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ৫ আনা রুপা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, টহল দলটি সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ ও ১০ ভরি ৫ আনা রুপা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন






