নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ও সচেতনামুলক সভা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক আয়োজিত লেম্বুছড়ি বিওপি’র বাহির মাঠ স্কুলে মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্তে-জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ী এলাকায় দায়িত্ব পালন করছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ জুলাই) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপিতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত প্রায় ৩০০ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ করা হয়।

উক্ত সভায় জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ বিশেষ করে মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জন সচেতনামূলক কার্যক্রম করা হয়। এ বিষয়ে জোন কমান্ডারের সাথে উপস্থিত সকলে দৃঢ় প্রতিজ্ঞা এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও তিনি বলেন, এখন থেকে আর কোন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের সীমান্তে যেন না যান তা খেয়াল রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়কসহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top