নাইক্ষ্যংছড়িতে বন্যাহাতির আক্রমণে এক রাবার শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাবার শ্রমিকের নাম আব্দুল হক (৪৫)।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫ টার সময়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসন পাড়া এলাকার মিনাজ উদ্দিন ছেলে। সে পেশায় একজন শ্রমিক।

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় রাবারের কস সংগ্রহ করার সময়ে ২-৩টি বন্যহাতির মুখোমুখি পড়ে যায় আব্দুল হক। এ সময় পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মো. মাসরুরুল হক জানান, বন্যহাতির আক্রমণে সোনাইছড়িতে আব্দুল হক নামের এক জনের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top