নাইক্ষ্যংছড়িতে ইটভাটা ও করাতকলে অভিযান, জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে কেআরই নামক অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ ইট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আজুখাইয়া এলাকার দুইটি অবৈধ করাতকলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ইতু। এ সময় ইটভাটা থেকে আনুমানিক ৩ লাখ পাকাপোক্ত ইট, ১ লাখ কাঁচা ইটসহ ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিনসহ ফায়ার সার্ভিসের সদস্য ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top