নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকল দমন: জরিমানা ও কাঠ জব্দ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।

অভিযানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। অভিযান চলাকালীন সাতটি করাতকলের মালিক লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে জরিমানা করা হয়।

জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন- কবির আহমদ ৩০০০ টাকা, সুগত বড়ুয়া ৫০০০ টাকা, রহিম উদ্দিন ২০০০ টাকা, গফুর ২০০০ টাকা, আব্দুল হামিদ ৫০০০ টাকাসহ মোট জরিমানা আদায় হয়েছে ২৩,০০০ টাকা। এছাড়া, অভিযান চলাকালীন প্রায় ১০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, অবৈধ করাতকল দমন অভিযানের এই ধরনের অভিযান উপজেলায় অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top