রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে থাকা বালু উত্তোলনের ড্রেজারের সাথে ধাক্কা লেগে একটি পর্যটকবাহী স্টিমার ডুবে গেছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় শতাধিক যাত্রী।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার গোলাম বেপারী হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে পর্যটকবাহী স্টিমারে থাকা শতাধিক যাত্রী ডুবে যায়। তবে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করায় প্রাণে বাঁচেন তারা।
প্রত্যক্ষদর্শী মো. সেলিমা মাঝি জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রীজঘাট থেকে ছেড়ে আসা কাপ্তাইমুখী স্টিমারটি কর্ণফুলী নদীপথে রাঙ্গুনিয়ার গোলাপবেপারী হাট এলাকায় এলে, সেখানে আগে থেকে ডুবে থাকা একটি ড্রেজারের সাথে ধাক্কা লাগে। এতে স্টিমারটি ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
মো. মহিউদ্দিন নামে অপর একজন জানান, ডুবে থাকা ড্রেজারটিতে কোন চিহ্ন দেয়া ছিলো না। যার কারণে গত তিনদিনে তিনটি বোটের ধাক্কা লাগে। সর্বশেষ ঘটনায় দুর্ঘটনাকবলিত স্টিমারটি ধাক্কা লাগার আগেই স্থানীয়রা তীর থেকে তাদের চিৎকার করে সতর্ক করেছিলো। কিন্তু তারা শুনতে না পাওয়ায় এই ঘটনাটি ঘটে। উদ্ধার শেষে ডুবে থাকা ওই ড্রেজারে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছে। কর্ণফুলী নদীর বেতাগী এলাকায় এরকম আরও কয়েকটি ড্রেজার ডুবে রয়েছে। তাই সবগুলো ডুবন্ত ড্রেজার উত্তোলন জরুরী বলে জানান তিনি।
স্থানীয় মো. মিনার জানান, উদ্ধারকৃত যাত্রীদের দুটো বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে স্টিমার ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, স্টিমারটি ডুবে যায়। ডুবে যেতে দেখে যাত্রীরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
জানা গেছে, কর্ণফুলী উপজেলার ‘প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী বার্ষিক বনভোজনের উদ্দেশ্য নদী পথে স্টিমারযোগে কাপ্তাইয়ের উদ্দেশ্যে এদিন ভোরে যাত্রা করেছিলো।
দূঘটনা কবলিত লঞ্চে থাকা যাত্রীদের স্বজন ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশার’ কয়েকজন জানান, এ ঘটনায় স্টিমারে থাকা যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তবে অনেকের মোবাইল ফোন ও বনভোজনের খাবার নষ্ট হয়েছে। এছাড়াও বনভোজন কর্মসূচি স্থগিত করে তারা বাড়িতে ফিরে গেছেন।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ







