বিনোদন ডেস্ক : শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কারফিউ, গণআন্দোলনের মুখে সরকার পতনের মতো ঘটনায় থমকে ছিল পুরো দেশ। এদিকে আন্দোলন চলাকালীন সময়ে মুক্তি পায়নি কোনো দিনেমাও। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। ইতোমধ্যে খুলে গেছে সিনেমা হল। এর মধ্যেই এলো নতুন সিনেমা মুক্তির ঘোষণা।
সংবাদমাধ্যম অনুযায়ী, আগামী ২৩শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’।
ফেসবুকে পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল নিজেই।
একটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, ২৩শে আগস্ট সারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে ‘অমানুষ হলো মানুষ’। এ সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ডিপজল ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, বড়দা মিঠু, দুলারী প্রমুখ।
২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘অমানুষ হলো মানুষ’-এর শুটিং। তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল। ডিপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে ‘অমানুষ হলো মানুষ’।
এবার এটিই মুক্তি পেতে চলেছে। সামাজিক-অ্যাকশন ঘরানার এই ছবিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খানকে।
চাটগাঁ নিউজ/এআইকে