নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক তিনি, তাই তার সিনেমা নিয়ে অন্যদের থেকে আলোচনা বেশি হবে এটাই স্বাভাবিক।

গত ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার দারুণ সাফল্যের পর শাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন দর্শক। এরমধ্যে এই তারকার একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান নিজেই আগামী ঈদুল ফিতরের সিনেমা নিজেই ঘোষণা দিলেন। ‘প্রিন্স– ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র থিমেটিক ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান।

সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ফেসবুক পোস্টে থিমেটিক ফার্স্টলুক পোস্টার দিয়ে শাকিব খান লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের– শহর চিনবে তার আসল নায়ককে!’ সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই।

Scroll to Top