চাটগাঁ নিউজ ডেস্ক: গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ হঠানো তরুণ প্রজন্ম বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন । আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এ দলের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে জানা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই প্লাটফর্ম থেকে মনোনীত তরুণরা গঠন করবে নতুন রাজনৈতিক দলটি। আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে এই নতুন দল অংশগ্রহণ করবে বলেও জানিয়েছেন তরুণরা। তবে দলের নাম কি হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংশ্লিষ্টরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, যারা নতুন দলে যুক্ত হবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করবেন। তবে বর্তমান সময়ের মত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করে যাবে। দুই প্লাটফর্মের পাশাপাশি নতুন দলে নাগরিক সমাজের সদস্য ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।
সমন্বয়করা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে একটি সাংগঠনিক কাঠামো দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সংগঠনটির ২২ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে ১৫টি কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সব জেলা ও মহানগরে কমিটি গঠনের কাজ শেষ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র আব্দুল হান্নান মাসউদ।
‘জাতীয় নাগরিক কমিটি’ ৫৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। ইতোমধ্যে ঢাকাসহ কয়েক জেলার প্রায় ৩০টি থানা এলাকায় কমিটি গঠন করেছে তারা।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন- সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং আন্দোলনে সক্রিয়, আহত ও শহীদ পরিবারের আকাঙ্ক্ষা তথা মানবাধিকার ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক শক্তির প্রয়োজন। আশা করি আগামী এক দুই মাস পরই নতুন একটি দলের বাস্তব রূপ দেখতে পাব। এটি জাতীয় নাগরিক কমিটির একক কোনো উদ্যোগ নয়, এটা তরুণদের উদ্যোগ। জাতীয় নাগরিক কমিটি সে উদ্যোগকে ফ্যাসিলিটেট করবে।
চাটগাঁ নিউজ/ইউডি