পড়া হয়েছে: 20
চাটগাঁ নিউজ ডেস্ক : নতুন ব্রিজে (শাহ আমানত সেতু) হিউম্যান হলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় শাহ আমানত সেতু চত্বরে এই ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহতের নাম মোহাম্মদ মানিক (৩৫)। তিনি বাসচালক বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মানিককে পেটে ছুরিকাঘাতে আহত অবস্থায় চমেকে আনা হয়। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চাটগাঁ নিউজ/এসএ