নগর যুবলীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে ডিএমপি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গতকাল রাত ১১টার দিকে মোহাম্মদ সাজ্জাদকে আমরা গ্রেপ্তার করেছি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top