নগরে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ওই যুবক নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য। গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ আমাদের জানিয়েছেন, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top