চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর ইপিজেড এলাকা হতে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬ টায় নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার একটি ফ্ল্যাট বাসায় র্যাব এর বিশেষ অভিযান এর মাধ্যমে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার মৃত জানে আলমের ছেলে মো. সাদেক (৫০) ও ঝালকাটি এলাকার কাঁটালিয়া থানার বড়বানাই এলাকার মশিউর রহমান তালুকদারের ছেলে হালিম তালুকদার (৪২)।
আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাদের দেখানো ও সনাক্তমতে ফ্ল্যাট বাসার একটি রুম থেকে ৭টি পলিথিনের ব্যাগে বিশেষ কৌশলে রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সুকৌশলে রাখা মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর