নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের অলিগলির পর প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা। সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও সিএমপি সূত্র বলছে নগরে প্রায় ৫০ হাজার অবৈধ ব্যাটারিচালিত রিকশা রয়েছে।
এক সময় অলিগলিতে নিষিদ্ধ এসব রিকশা চললেও ট্রাফিক পুলিশের তোয়াক্কা না করে এসব অবৈধ অটোরিকশা দখলে নিয়েছে নগরের প্রতিটি সড়ক। দ্রুতগামী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ এসব রিকশা।আর এসব রিকশার চালকরা অদক্ষ ও অল্প বয়সী। বেপরোয়া গতির এসব রিকশার কারণে চোখের পলকে ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানিসহ পঙ্গুত্ব বরণ করছেন অনেকে।
সম্প্রতি নগরীর কাপাসগোলায় একটি ব্যাটারিচালিত রিকশা হিজড়া খালে পড়ে ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মৃত্যু হয়। এ মৃত্যুর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু করে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান।
সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে— এপ্রিলের ২৩ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২৮৯৬টি। এর মধ্যে সর্বোচ্চ জব্দ ও মামলা হয়েছে ট্রাফিক পশ্চিম জোনে।
বিস্তারিত দেখুন ভিডিওতে…………………………….
চাটগাঁ নিউজ/আব্বাস/জেএইচ/এসএ