নগরে নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে অপহরণ করে র্ধষণ ও ধর্ষণ কাজে সহায়তার অপরাধে মোঃ হাসনাইন (২১) ও মোঃ আকবর (২৫) নামে ২ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ। রাত আড়াইটার দিকে পুরাতন চান্দগাঁও এলাকার গোলাম আলী নাজির পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সেখানে বলা হয়।

গ্রেফতারকৃত মোঃ হাসনাইন ভোলা জেলা লালমোহন থানাধীন চরভূতা এলাকার গণি সরদার বাড়ীর মোঃ রফিকুল ইসলামের ছেলে ও মোঃ আকবর একই থানাধীন কিশোরগঞ্জ এলাকার মোঃ রহিজল মিয়ার ছেলে থাকতেন চট্টগ্রাম শহরে।

প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ দেওয়া হয়। সেখানে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি রাতে প্রথমে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে আসামীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে অজ্ঞাতনামা সিএনজি গাড়ীতে তুলে জোরপূর্বক অপরহণ করে চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির বাড়ী স্কুস্থ কলোনিতে নিয়ে আটক করে রাখে।

পরে ২৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩ টা পযন্ত আটক করে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top