নগরে জুয়ার সরঞ্জাম-নগদ টাকাসহ আটক ১০

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে খইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং ২য় তলার পূর্ব পাশের রুম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো.শাহজাহান (৩৮), মো.বাবুল শরীফ (৪৮), মো.আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top