নগরে চোরাই প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সী-বীচ এলাকায় অভিযান চালিয়ে চোরাই টয়োটা জি করোলা প্রাইভেটকারসহ চোরচক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গাড়ি চুরির দায়ে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৬)।

এর আগে গত ৩০ মার্চ সন্ধ্যা অনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৩১ মার্চ দিবাগত রাত অনুমানিক সাড়ে তিনটায় নগরীর প্রবর্তক মোড় এলাকার আফমি প্লাজা মার্কেটের পার্কিংয়ের বেইজমেন্ট- ২ থেকে গাড়িটি চুরি হয়।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, গাড়ি চুরির ঘটনায় প্রাইভেট কারটির মালিক সোহেল চৌধুরী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখিত সূত্র ধরে পতেঙ্গা মডেল থানাধীন সী-বীচ এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে চুরি হওয়া টয়োটা জি করোলা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top