নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মান্নাকে খুনের ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহার নামীয় আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মো. রাহাত।
নিহত হোসেন মান্না সরাইপাড়ার আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নূর মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (পিআর) স্পিনা রাণি প্রমাণিক জানান, পাহাড়তলীর চাঞ্চল্যকর মোহাম্মদ হোসেন মান্না হত্যা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি ও ৩ নম্বর আসামি বাবা-ছেলেকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাত সাড়ে ১০টায় প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন মান্নাকে খুন করা হয়। এ ঘটনায় মান্নার ছেলেও ছুরিকাঘাতে আহত হন।