নগরে আরও ১৯ আওয়ামী নেতাকর্মী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরে ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ১৯ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা আটক হলেন—মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top