নগরে অনুমোদনহীন পশুর হাটে অভিযান চসিকের

নিজস্ব প্রতিবেদক: নগরে অনুমোদনহীন ১০ কোরবানি পশুর হাটে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাগরিকা বাজার ও তার আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

এ সময় ১০টি অবৈধ পশুর হাটের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে এবং সিটি করপোরেশনের আওতাধীন বাজারের কাছে কোনো পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করবে চসিকের ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top