পড়া হয়েছে: ৩২
চাটগাঁ নিউজ ডেস্ক: চুরি করা সিএনজিচালিত অটোরিকশাসহ নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মার্চ ) বিকেলে রাঙ্গুনিয়া থানার লেচুবাগান এলাকা থেকে তাদের ধরা হয়।
গ্রেফতাররা হলেন- লাভলু নাথ (৩২) এবং মো. ছালেহ আহাম্মদ (৪৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গত বৃহস্পতিবার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইয়াছিন থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। রোববার অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার লেচু বাগান এলাকা থেকে দুই চোরকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এমআর