পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান, চিটাগাং শপিং কমপ্লেক্স সংলগ্ন সড়ক এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কের উভয় পাশ ও ফুটপাত থেকে শতাধিক ভাসমান অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৭ অক্টোবর) চসিক ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ এই বিষয়ে বলেন, অভিযানকালে সড়কে নির্মাণসামগ্রী রেখে ও দোকানের অংশ বর্ধিত করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ