চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের পাশে ব্যস্ত সড়কে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ আগুন জ্বলতে দেখা গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানের কাজ করছে।
এর আগে ঘটনাস্থলে এসে উপস্থিত হন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে আমি ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনকে খবর দিই। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌ. মো. শফিউল আজম খান বলেন, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুড়িতে লাইন লিকেজ হয়ে থাকতে পারে। আর এই লিকেজ থেকেই আগুন।
আমরা ওই এলাকার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুজে বের করে মাটি খুড়ে সংস্কার করা হবে।
তবে কতক্ষণে এ আগুন নেভানো সম্ভব হবে সেটির নিশ্চয়তা দিতে পারেননি এ কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/জেএইচ