চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রীপাড়া এলাকায় সিগারেটের আগুন থেকে ৯টি বসতঘর আগুনে পুড়েছে। তবে আগুন লাগার এক ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে নগরীর ডবলমুরিং থানা এলাকার মিস্ত্রীপাড়ার মধুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
বসবাসরত ভাড়াটিয়ারা জানান, অগ্নিকাণ্ডে ৯টি ভাড়া ঘর পুড়ে গেছে। বাসিন্দাদের মালামালসহ নগদ টাকাও পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়াও এখানে কয়েকটি ছোট গার্মেন্টস ছিল। সেখানকার মালামালও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। ভাড়াটিয়াদের অভিযোগ সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক চট্টগ্রাম জোন -১ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মিস্ত্রীপাড়ার মধুর বাড়িতে দুপুরের দিকে বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেট ও বিড়ির জলন্ত অংশবিশেষ থেকে এই আগুনের সূত্রপাত।
চাটগাঁ নিউজ/জেএইচ