নগরীর চকবাজারে কোটি টাকার সম্পত্তি উদ্ধার করল জেলা প্রশাসক

সিপ্লাস ডেস্ক: চটগ্রাম নগরীতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে তিন কোটি টাকা মূল্যের সাড়ে ১০ শতক সরকারি ভিপি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ জুন) সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলামের নেত্রীতে নগরীর চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দৌলার রোডে পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত ভিপি সম্পত্তি অবৈধভাবে সম্পত্তি দখলকারী প্রবাহ কোচিং সেন্টার কে উচ্ছেদ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভিপি মামলা নং- ২৪/৬৫-৬৬ মূলে ইমামগঞ্জ মৌজার বিএস ১৯৩ নং খতিয়ানভুক্ত ৬২৯ নং দাগের ৯ (নয়) শতক জায়গা আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ ইনস্টিটিউট কে লীজ দেয়া হয়েছিলো।

কিন্তু সরেজমিনে লীজ গ্রহীতা লীজের শর্ত ভঙ্গ করে প্রবাহ কোচিং সেন্টার নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কে কোচিং ব্যবসা পরিচালনায় সহায়তা করে আসছিলো। এর পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউটের নামে আসবাবপত্রের দোকান পরিচালিত হয়ে আসছিলো।

জেলা প্রশাসনের এনডিসি সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে সম্পত্তি দখলকারী প্রবাহ কোচিং সেন্টার  লীজ শর্ত ভঙ্গের দায়ে ইতোপূর্বে ভিপি লীজ বাতিল করা হয়েছিলো। অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে প্রবাহ কোচিং সেন্টার প্রায় ৮ বছরের বেশি সময় ধরে এখানে পরিচালিত হচ্ছিল। দশটি রুমে পরিচালিত হচ্ছিল জমজমাট কোচিং ব্যবসা। উচ্ছেদ অভিযানের পর কোচিং সেন্টারের সকল মালামাল অপসারণ করা হয়েছে। প্রায় ২৫০ টি টেবিল-বেঞ্চ, ৮ টি এসি, ২ টি ফ্রীজ, আলমিরা সহ কোচিং সেন্টার সংশ্লিষ্ট মালামাল প্রবাব কোচিং সেন্টারের হিসাব কর্মকর্তা আনোয়ার হোসাইন কে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রবাহ কোচিং সেন্টারের কাগজপত্র ঘেঁটে পাওয়া যায় কোচিং সেন্টারের মূল মালিক হোসাইন আল হেশাম মো: জাবেদ ( ঠিকানামাবুদ মাস্টারের বাড়ি, ঢেমশা, সাতকানিয়া)। কোচিং সেন্টারের পাশাপাশি দরজা মেলা নামক একটা দোকান উচ্ছেদ করা হয়েছে।

পরে উচ্ছেদ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যমানের ১০.৫৪ শতক সরকারি জমি উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম কর্তৃক জেলা প্রশাসনের ভিপি শাখার প্রতিনিধি বুঝিয়ে দেয়া হয়েছে।

এসময় অভিযানে সিএমপি র পুলিশ টিম, চকবাজার থানা পুলিশ , পিডিবি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তারা উপস্থিত ছিলে।

Scroll to Top