চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত বাইক আরোহীর নাম সাফায়েত ইসলাম (১৯) । তার বাড়ি বাঁশখালী উপজেলায় থাকেন নগরীর চান্দগাঁও আবাসিকে।
আজ রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় ইপিজেডের ২ নং মাইলের মাথা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ইপিজেড এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তা থেকে ছিটকে পড়েন। এসময় মাথায় গুরুতর আঘাত পাওয়া আতাউর রহমান ঘটনাস্থলে মারা যান।
ইপিজেড থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আতাউর মারা যান। অন্যজন আহত হন। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ