চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় একটি ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাতে লাগা এই আগুন প্রায় তিন ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনীর সদস্যরা।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সিডিএ ১ নম্বর আবাসিকের পাশে পদ্মপুকুর নামের একটি বড় পুকুর ভরাট করে কয়েকটি আবাসিক ভবন, ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজ করা হয়েছে। সেখানে ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লাগে। ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়েছে ফার্ণিচার ফ্যাক্টরি ও গ্যারেজসহ আশেপাশে আরও ৫টি দোকান।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর মিনহাজ বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠিয়েছি। প্রায় তিন ঘন্টার চেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
চাটগাঁ নিউজ/জেএইচ