পড়া হয়েছে: ২৬
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর কোতোয়ালি থেকে ৯৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী পুলিশ।
বুধবার (২০ মার্চ) কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ ভোরে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক।
চাটগাঁ নিউজ/এসবিএন