নগরীতে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: দ্রব্য মূল্যের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ আগস্ট) দুপুরের দিকে নগরের চক বাজারের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, দ্রব্য মূল্যের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নগরের চকবাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সর্তক করা হয়।

Scroll to Top