নগরীতে প্রকাশ্যে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শেফায়েতুন নেছা সোমা নামের ভুক্তভোগী আইনজীবী থানায় এখনও লিখিত অভিযোগ দেননি বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তবে এ ঘটনায় বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্টেশন রোডের ফলমন্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এ ঘটনাটি ঘটে।

আইনজীবী  সোমা  বলেন, আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার জন্য মেট্রো প্রভাতি বাসে করে আমি টাইগারপাস নামি। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ৬ নম্বর রুটের একটি বাসে উঠি। আমি বসা ছিলাম চালকের ঠিক পেছনের সিটে। স্টেশন রোড ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে উঠে। তারা সামনেই দাঁড়িয়ে ছিল ভিড় করে। তারা আমাকে সরে বসতে বলে। এরমধ্যে একজন পেছন থেকে আমার গলায় থাকা স্বর্ণের চেইন আচমকা টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয়।’

‘আমি সাথে সাথে চোর-চোর বলে চিৎকার করলাম। কিন্তু বাস থেকে ওদের সাথে থাকা অন্য লোকরা নামতে দেয়নি। এরপর বাস থেকে একে একে সবাই নেমে গেল। পুরো ঘটনায় বাসের চালক কিংবা চালকের সহকারী—নির্বিকার দর্শক ছিল। আর চালকও ওই জায়গায় বাস একদম ধীরে চালাচ্ছিল যেন তারা পালানোর সু্যোগ পায়। আমার মনে হয় চালক এবং হেলপার দুজনেই এ ঘটনায় জড়িত।’

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, ‘বাসের মধ্য থেকে একজন নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা বাসটি জব্দ করার পাশাপাশি চালক এবং হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ভুক্তভোগী আইনজীবী মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top