চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে পরোয়ানাভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – পরোয়ানাভুক্ত আসামি চান্দগাঁও বলিরহাট এলাকার নুরুল আলমের ছেলে মোঃ ইমন (২২) এবং নিয়মিত মামলার আসামি চান্দগাঁও থানাধীন (৫নং ওয়ার্ড) জোসনা কলোনী এলাকার মৃত আরফান আলীর ছেলে হায়দার আলী প্রকাশ টেনু (৪৫)।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে চান্দগাঁও থানার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ইমন এবং নিয়মিত মামলার আসামি টেনুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ