পড়া হয়েছে: ৪৯
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আগ্রাবাদের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুয়া খেলার সরঞ্জাম সমেত এই জুয়ারিদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা।
ওসি সঞ্জয় কুমার সিনহা চাটগাঁ নিউজকে জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. ইমাম হোসেন (২৭), আল হাসান (২৪), মো. বেলাল (২৬), খায়রুল ইসলাম (২৬), সোহেল (২৩), তৌহিদুল ইসলাম (২৫), ফরহাদ সরকার (২৫) ও রবিউল হাসান (২৪)।
চাটগাঁ নিউজ/এসবিএন