নগরীতে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে সিডিএ চেয়ারম্যান

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ১৯নং দক্ষিণ বাকলিয়া সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

আজ শুক্রবার দুপুরে মিয়াখান নগরীর বেলোয়ার খান সওদাগর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে নামেন তিনি ।

এর আগে মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, আমি এখানে সিডিএ’র চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের খাদেম হয়ে এসেছি। আপনাদের এলাকার জলাবদ্ধতার কারণ খুঁজতে ছুটে এসেছি। আমি চট্টগ্রামের জলাবদ্ধতা শূণ্যের কোটায় আনতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। খালে, নালায় বাসাবাড়ির আবর্জনা, পলিথিন ফেলবেন না। খাল-নালা পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। এছাড়া খাল রাস্তা দখল করে ঘরবাড়ি করবেন না। এ নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের পরিদর্শনকৃত স্থান সমূহ হল, মিয়া খান নগর রোড়, মুরালি রোড়,ইসমাইল ফয়েজ রোড়, পশ্চিম পাড়া, চাক্তায় সংযোগ খাল, চাক্তায় খাল, চাক্তাই স্কুল এরিয়া, হাজী মনসুর আলী রোড় এলাকা, বদর আলী খাল, ইসহাকের পোল ও কালামিয়া বাজার এলাকা। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।

সরেজমিন পর্যবেক্ষণে তিনি লক্ষ্য করেন, খাল দখল-সংকোচন, খাল-নালায় সরাসরি ময়লা, আবর্জনা, পলি বর্জ্য নিক্ষেপ, নালায় ময়লা জমার কারণে দক্ষিণ বাকলিয়া একটু বৃষ্টি কিংবা জোয়ারে জলাবদ্ধ হয়ে পড়ে। সিডিএ’র চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে ইতিমধ্যে কিছু সুফল পাওয়া গেলেও প্রকল্প শেষে তা আর থাকবে না। এ প্রকল্পের আওতায় খাল দখলমুক্ত হবে। খাল দখলদার যতই প্রভাবশালী হোক অপসারণ করা হবে। তবে আমাদের এ সমস্যা থেকে স্থায়ী মুক্তির উপায় আমাদের হাতে। যত্রতত্র ময়লা, আবর্জনা, পলিথিন খাল, নালায় নিক্ষেপ করলে সমস্যায় পড়তে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মো. নুরুল আলম মিয়া, নগর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম নুরু, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আজম বাহার, এমআর ইয়াসিন, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক আবু সালেহ নূর রিমন প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top