পড়া হয়েছে: ৩১
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর পতেঙ্গার আউটার রিং রোডে পাজেরো গাড়ি উল্টে এক বিদেশি ছাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আউটার রিং রোডে পাজেরো গাড়ির চাক্কা পাংচার হয়ে যায়। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িটিতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয়। একই সঙ্গে আহত হন আরও দুজন। আহতদের চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম চাটগাঁ নিউজকে বলেন, নিহত ছাত্রী বিদেশি। জানা গেছে, তিনি লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। তবে আহত দুজন বাংলাদেশি।
চাটগাঁ নিউজ/এসবিএন