নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিসার পরিচয়ে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পংকজ নাথ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটির আসল কর্মকর্তারা।
শুক্রবার (৫ এপ্রিল) নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পংকজ নাথ বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুলিন দেবনাথের ছেলে।
পিবিআই সূত্রে জানা যায়, হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার এক প্রবাসীর স্ত্রী রনি নামে আরেক প্রতারকের কাছে প্রায় ১০ লাখ টাকা দিয়ে প্রতারণার স্বীকার হন। ঘটনাসূত্রে ঐ নারীর সাথে আসামী পংকজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। হোয়াটস অ্যাপে পুলিশের পোশাক পরা ছবি দিয়ে নিজেকে পিবিআইয়ের ‘ওসি নাজমুল’ পরিচয় দেন পংকজ। তখন ঐ নারী পাওনা টাকা উদ্ধারে ভূয়া পিবিআই পুলিশের কাছে সহযোগীতা চান।
এ সময় পংকজ তাকে টাকা উদ্ধারের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ লাখ ১০ হাজার টাকা নেন। এরপর আরও ১ লাখ টাকা দাবি করলে সন্দেহ হয় ঐ নারীর। তখন প্রবাসীর স্ত্রী পিবিআইয়ের কাছে এসে ওসি নাজমুল নামে পিবিআইয়ে কেউ আছেন কি না এবং তার কাছে পাওনা টাকা উদ্ধারের কোনো অভিযোগ তদন্তাধীন আছে কি না জানতে চান। এর পরই বিষয়টি জানাজানি হয়।
পিবিআইয়ের জেলা এসপি নাজমুল হাসান চাটগাঁ নিউজকে জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে পংকজকে গ্রেফতার অভিযান শুরু করা হয়। অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালালে পংকজ গ্রেফতার হয়।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পংকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পুলিশ ইন্সপেক্টর হিসেবে নিজের পরিচয় উল্লেখ করেছে। বিভিন্নজনকে ওসি-পিবিআই, সিআইডি অফিসার, নৌবাহিনীর কমডোর হিসেবেও পরিচয় দিয়েছে। পিবিআইয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন পিবিআইয়ের এসআই শাহাদাত হোসেন।
চাটগাঁ নিউজ/এসবিএন