পড়া হয়েছে: ১৭৫
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর পাহাড়তলী থানাধীন রাস্তার ধারে হাত বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পাহাড়তলী থানা উপ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাস্তার পাশে পিছন থেকে হাত বাধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
চাটগাঁ নিউজ/জেএইচ