চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চিড়িংঘাটা এলাকায় বিয়ের চার মাসের মাথায় পিতৃগৃহে নববধূ সালমা সুলতানার রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে চিড়িংঘাটা পাতিলারটেক এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চার মাস আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হলেও স্বামী সাইফ উদ্দিন নববধূ সালমাকে ঘরে তোলেনি। নানা তালবাহানার একপর্যায়ে গত শুক্রবার স্বামীকে সঙ্গে নিয়ে শয়নকক্ষে প্রবেশের ঘন্টাখানেক পর স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পরিবারের লোকজন সালমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যা আখ্যা দিয়ে তারা বলেন, এ ঘটনায় স্বামী মো. সাইফ উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা জড়িত।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সালমার বাবা মো. কামাল উদ্দিন, মা খাইরুন্নিছা বেগম, চাচা জয়নাল উদ্দিন, চাচী জান্নাত আরা বেগম, মামা মোহাম্মদ তারেক হোসেন, এম. শোয়াইব, মোহাম্মদ ফারুক উদ্দিন, ভাই বোরহান উদ্দিন ও ইরফান হোসেন।
তারা তাদের বক্তব্যে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, নিরীহ সালমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাই এবং দায়ীদের ফাঁসি চাই।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চিড়িংঘাটার নিজ বাড়ি থেকে সালমা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মো. কামাল উদ্দিন বাদী হয়ে স্বামী সাইফ উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সাইফ উদ্দিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন