চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের মধ্য দিয়ে দেশের বিভিন্নস্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বীর চট্টলার ছাত্রসমাজ’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের চট্টগ্রামের যুগ্ম আহবায়ক মুনতাহানা পিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক নুসরাত তাবাসসুম, মেহজাবিন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাদিক আরমান।
সমাবেশে বক্তারা বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন। অথচ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারের প্রতি আমাদের আহ্বান, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে। ধর্ষকসহ সকল অপরাধীকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গত ১৫ বছর ধরে দেশে বিচারহীনতার যে সংস্কৃতি বিদ্যমান ছিল, সেটার যেন পুনরাবৃত্তি না হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সংগঠকরা এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের কয়েকজন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
এদিকে সন্ধ্যায় নগরীর ষোলশহর থেকে মশাল মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চাটগাঁ নিউজ/এসএ