ধর্ষণের পর ইউপি সদস্যকে হত্যা: জড়িতদের শাস্তি দাবি

চাটগাঁ নিউজ ডেস্ক: নড়াইলে ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মানাবাধিকার সংগঠনটি।

রোববার (২৯ ডিসেম্বর) গণামাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়।

এতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরবর্তী সময়ে দুর্বৃত্তরা তাকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। এরপর ২৬ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ইউপি সদস্য। এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

স্বজনদের অভিযোগ, এ বর্বরোচিত ও অমানবিক নির্যাতনের বিষয়টি প্রকাশের কথা বলা হলে দুর্বৃত্তরা তাকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এমএসএফ।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top