স্পোর্টস ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে লাওতারো মার্তিনেজের বিরুদ্ধে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাকে এর জন্য শাস্তিও দিয়েছে। আর্জেন্টিনা ফরোয়ার্ডকে ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে মার্তিনেজের ইন্টার মিলান। তবে তার আগেই শাস্তির দুঃসংবাদ শুনলেন তিনি।
ইতালির ফেডারেল প্রসিকিউটরের অফিস গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে। এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানা করা হয়েছে তাকে।
এক বিবৃতিতে এফআইজিসি বলেছে, মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে। যদিও কোন শব্দ উচ্চারণের কারণে মার্তিনেজকে এই শাস্তি পেতে হলো, সেটি বলা হয়নি বিবৃতিতে।
ইতালিয়ান ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধও বটে।
অবশ্য প্রাথমিকভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন মার্তিনেজ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছিলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’
এদিকে মার্তিনেজের নির্দোষ দাবির পরও অবশ্য ফেডারেল প্রসিকিউটর অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী সময়ে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানার শাস্তির মুখে পড়তে হলো মার্তিনেজকে।
যদিও সিরি আ’তে এ ধরনের অভিযোগে শাস্তি এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালের মার্চে কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকেও একই অভিযোগে শাস্তি পেতে হয়েছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন