দ্বিতীয় দল হিসেবে বরিশালের প্লে অফ নিশ্চিত, হারের বৃত্তে সিলেট

ক্রীড়া ডেস্ক: ফাহিম আশরাফের ঘূর্ণি কিংবা তামিম ইকবালের দেখে-শুনে খেলা অর্ধশতকে বাঁচা মরার ম্যাচ নিজেদের করে নিতে পারলো না সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে টানা পাঁচ হারে প্লেঅফ খেলার স্বপ্ন অনেকাংশে শেষ করে ফেললো তারা।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকায় দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় আরিফুল হকের দল। ছোট টার্গেট পাড়ি দিতে কষ্ট করতে হয়নি তামিমের দলের। ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টিম বরিশাল।

১১৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। তৃতীয় ওভারে দলীয় ২২ রানের মাথায় নাহিদুল ইসলামের বলে আউট হন তৌহিদ হৃদয়। এরপর পাওয়ারপ্লের শেষ বলে ৮ বলে ৯ রান করে সুমন খানের বলে সাজঘরে ফেরেন দাভিদ মালান। এরপর আর উইকেটে দেখা পায়নি সিলেট। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিম অপরাজিত থাকেন ৫২ রানে আর মুশফিকের ব্যাট থেকে আসে ৪২ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থামে সিলেট। ফাহিমের ৫ উইকেটে তাসের ঘরের মত ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন আপ। প্রথম পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারানো সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি। আসরে সিলেটের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জাকির হাসানও এদিন ফেরেন মাত্র ৪ রান করে। মাঝে জাকের আলী আর আহসান ভাটের চেষ্টায় কেবলমাত্র লজ্জা এড়িয়েছে সিলেট। ১৮.১ ওভারেই গুড়িয়ে যায় সিলেটের ব্যাটিং।

এই জয়ে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিলো তামিমের দল। ৯ ম্যাচে ৭ জয় আর ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে নিজেদের জায়গা আরও শক্ত করলো তামিমের দল। আর টানা ৫ হারে ১০ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আসর থেকে প্রায় ছিটকে গেছে আরিফুলের সিলেট।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top