পড়া হয়েছে: ১৬
চাটগাঁ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ডিসেম্বর)। এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে সর্বশেষ বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন।
রাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। এই প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই প্রার্থীরা প্রচারণা চালানো শুরু করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
ইসির তথ্য বলছে, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা।
এরআগে, নির্বাচন কমিশনে আপিল শুনানির মধ্য দিয়ে ২৮৫ জন প্রার্থিতা ফিরে পান। কমিশনে ৫৬০টি আপিল আবেদন জমা পড়েছিল।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ৩০০ আসনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটের পরের দুদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রোববার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান। প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।
তবে ২৯ ডিসেম্বর থেকে ভোটের আগে ও পরে ১৩ দিন সেনা মোতায়েনের আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয় বলে জানান জাহাঙ্গীর আলম।
এছাড়া নির্বাচন উপলক্ষে রেল ও সড়কপথ এবং লঞ্চঘাটে জনসাধারণের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।