দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ দোহাজারী পৌরসভায় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কুতুব উদ্দিন (১৫) নামে আরও একজন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল আড়াইটার সময় দোহাজারী হাইস্কুলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চাগাচর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পহর উদ্দিন দোহাজারী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের ছেলে। গুরুতর আহত হয় তার চাচাত ভাই কুতুব উদ্দিন। সে একই এলাকার দানু মিয়া সিকদারের ছেলে।

নিহতের ভাই আজম সিকদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে পহর উদ্দিন তার চাচাতো ভাই কুতুব উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

তারা দোহাজারী হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস সামনে থেকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. উর্মি চক্রবর্তী তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় পহর উদ্দিনের মৃত্যু হয়। কুতু্ব উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। দূর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top