দোহাজারীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম চন্দনাইশের দোহাজারীতে অটোরিকশার ধাক্কায় মারা গেল ইব্রাহিম ইনাদ নামে ৩ বছরের এক শিশু। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হাশিমপুর বাগিচাহাট এলাকার ইমরান উদ্দিন পারভেজ এর ছেলে ইব্রাহিম ইনাদ পরিবারের সাথে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। খেলার ছলে আজ রবিবার সকাল ৯টার দিকে সে সবার অগোচরে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।

এ সময় তাকে দোহাজারীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top